Monday 26 November 2018

বর্তমান ও আগত ভ্যবিষত

খুবই কঠিন পরিস্থিতি,সকালে ঘুম থেকে উঠে নিউজপেপারটা হাতে নিতে এখন ভয় হয় আমার, নিজের সুস্থতা নিয়ে প্রশ্ন জাগে মনে, কারণ যে খবরগুলো পাই সেগুলো সুস্থ সমাজের খবর নয়, আর একটা সমগ্র সমাজকে অসুস্থ বলার সাধ্য আমার নাই, তাই মনে হয় আমিই অসুস্থ হয়ে গেছি, আমার মানসিক চিকিৎসা করানোর দরকার।
খুব স্বল্প রাজনৈতিক জ্ঞান থেকে আমার ধারণা, এই মুহূর্তে বাংলার যা অবস্থা তাতে কোনো বর্তমান রাজনৈতিক দলই এই পরিস্থিতির পরিবর্তন করতে পারবে না, কারণ সমস্যাটা এখানকার মানুষদের।
তাই কে অপরাধী, কে অপরাধ করছে, কার ওপর অপরাধ করা হচ্ছে, কে ধর্ষক, কে ধর্ষিত, কেউ ঠিক করে জানে না। কারণ পুরো সমাজ ব্যবস্থাটাই আজ ধর্ষিত, এই সমাজে বসবাসকারী মানুষগুলির দ্বারা। আগত ভ্যবিষতের দায় কেউ এড়াতে পারবে না, আর একটু বুদ্ধিমান প্রতিটি মানুষই সেই দিনটাকে চোখের সামনে দেখতে পাচ্ছে। তাই আজ যতটা অপরাধী আমি, ততোটাই আপনিও, আর ঠিক ততোটাই বাকি সকলে। আজ যদি আমি ভাবী, ২৮ বছর কাটলো আর কোনো ভাবে ২৫ টা বছর কাটাতে পারলেই চলবে, আমার এই ভাবনাটার জন্য দায়ী কিন্তু আপনারাই। আজ যদি আমি ভাবী, ধর্ষণ হচ্ছে ভালই হচ্ছে আমারতো কিছু হয় নি, ২-১ টা ধর্ষণের ভিডিও ফুটেজ পাওয়া গেলে বেশ উপভোগ করা যেত, আমার এই ভাবনাটার জন্যেও আপনারা দায়ী। বিগত ৫০-৬০ বছর ধরে আপনারা শুধুমাত্র ব্যক্তিস্বার্থ এবং রাজনৈতিক স্বার্থের জন্য সমগ্ৰ সমাজটা নষ্ট করেছেন, বার বার এই সমাজকে ধর্ষণ করেছেন, অথচ ভালো কিছু  করার জন্য সময়, সুযোগ, সামর্থ্য সব কিছুই ছিল আপনাদের এই ৫০ উর্দ্ধ প্রজন্মের কাছে, আপনারা কিছুই করলেন না। আজ আমি যে প্রশ্নগুলি করছি সেই গুলি একদিন আপনার সন্তান বা নাতি-নাতনিরা করবে, আজ আমাকে এড়িয়ে গেলেও সেইদিন তাদেরকে এড়িয়ে যেতে পারবেন তো...???
কিন্তু আমার কাছে সময় ও সামর্থ আছে শুধু সুযোগটা নাই ভালো কিছু করার, আর সেটা যেদিন পাবো সেই দিন আমি আর চুপ থাকবো না, কারণ আমি আর যাই হই না কেন, নপুংশক নই।
                                                                                                                              ---অপরেশ সিংহ রায়।




#engineers#quotes#apareshsingharoy,#suprespecial#makersofworld#createrofera#quote, #truth, #knowledge, #science, #aparesh, #apareshquotes 

Saturday 10 November 2018

লড়াই


একটু পিছনের দিকে ফিরে তাকাই, আজ থেকে প্রায় তিন-চার হাজার বছর আগে সেই গুহা-মানুষ দের আদিম যুগে। যখন এই গ্রহের সবথেকে উন্নত জীব এই বিশাল পৃথিবীতে নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য প্রতি মুহূর্তে লড়াই করে চলেছে প্রকৃতির সাথে, অনান্য প্রাণীদের সাথে। সময় যত পেরিয়েছে মানুষ নিজের জায়গাটা ততোটাই মজবুত করেছে এই পৃথিবীতে। সময়ের সাথে সাথে পাল্টেছে মানুষের লড়াই করার ধরন, পাল্টেছে প্রতিদ্বন্দ্বীও।মানুষ দল বেঁধেছে, এসেছে মধ্যযুগ, তৈরি হয়েছে রাজ্য, দেশ, এসেছে রাজা, পরিবর্তন হয়েছে মানুষের জীবনযাত্রায় কিন্তু থেকে গেছে সেই লড়াই, তবে এই লড়াই হয়েছে মানুষে-মানুষে, রাজা সাথে রাজার, দেশ সাথে দেশের। সময় চলেছে নিজের মতো সঙ্গে নিয়ে এই লড়াইকেকালক্রমে এসেছে আধুনিক যুগ সময়ের সাথে সাথে বিজ্ঞান মানুষকে পৌঁছে দিয়েছে সভ্যতার উচ্চতম শিখরে, তবে আজ এই আধুনিক যুগেও লড়াই আছে, আজকের লড়াইয়ে এসেছে আধুনিকতার ছোঁয়া, এসেছে বিবর্তন, আজ লড়াই হয় নিজেদের মধ্যেই, লড়াই হয় এক রাজনেতার সাথে আর এক রাজনেতার, এক পরিবারের সাথে অন্য পরিবারের, এক ভাইয়ের সাথে অন্য ভাইয়ের শুধু তাই নয় লড়াই আজসেই  জায়গাতে পৌঁছে গেছে যেখানে পিতা-মাতার সাথে তাদের সন্তানের লড়াই বেঁধেছে। এই লড়াই শেষ করে দিয়েছে আমাদের সমাজের বিন্যাসকে, নষ্ট করে দিয়েছে আমাদের সংস্কৃতির মেলবন্ধনকে। আজ মনে পড়ছে একটা শ্লোগানের কথা, সেই লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাইআচ্ছা লড়াই না করে কি বাঁচা যায় না ? আচ্ছা আমরাকি পারিনা একবারের জন্য হলেও সর্বস্তরের এই লড়াই কে বন্ধ করতে ? অত্যাধুনিক যুগের সভ্য সমাজের অসভ্য, অসামাজিক মানুষের কাছে আজ আমার একটা প্রশ্ন; আদিম যুগে মানুষ লড়াই করেছে প্রকৃতির সাথে, পৃথিবীতে নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য; কিন্তু বলতে পারবেন কেউ আজকের এই লড়াই তবে কিসের জন্য ?
                                                                              
                                                                            --অপরেশ সিংহ রায়





#engineers#quotes#apareshsingharoy,#suprespecial#makersofworld#createrofera#technology#quote#engineering, #truth, #knowledge, #science, #aparesh, #apareshquotes

Sunday 4 November 2018

Who is an Engineer...??? Quotes of Aparesh Singha Roy

Who is an Engineer...??? Who can able to full fill this eight category,
that person will be called as an Engineer.
Engineer is not a name of a certificate but it is a name of super speciality.
Archimedes,Leonardo da Vinci,George Stephenson,Nikola Tesla,Thomas Edison,Alexander Graham Bell,James Watt,Henry Ford,Galileo Galilei,Guglielmo Marconi,Alfred Nobel,Jeff Bezos,Elon Musk,Kalpana Chawla,Bill Gates,Sundar Pichai,John McAfee,Satya Nadella,Steve Wozniak etc. Albert Einstein also start electrical engineering in Swiss Federal Polytechnic at only 16 years age.This are the some greatest name of engineers. Before criticize of an engineer must read those names carefully. You know what, the device, which helps you to criticize or trolled about an engineer, that device is made by an engineer. Brother and sisters you can not live 24 hours without any help of engineering technology. Hmmm, I know that in this 21st century 2% of total population are certified engineer but not the Ideal engineer, and brothers you can not find an Ideal engineer without help of a binocular...okkkkk...???
Because, always remember engineering is not a name
of any Certificate, and if any one think that a Certificate can make an engineer then that person are living in the fool's paradise.
#engineers#quotes#apareshsingharoy,#suprespecial#makersofworld#createrofera#technology
#quote#engineering, #truth, #knowledge, #science, #aparesh, #apareshquotes