Saturday 10 November 2018

লড়াই


একটু পিছনের দিকে ফিরে তাকাই, আজ থেকে প্রায় তিন-চার হাজার বছর আগে সেই গুহা-মানুষ দের আদিম যুগে। যখন এই গ্রহের সবথেকে উন্নত জীব এই বিশাল পৃথিবীতে নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য প্রতি মুহূর্তে লড়াই করে চলেছে প্রকৃতির সাথে, অনান্য প্রাণীদের সাথে। সময় যত পেরিয়েছে মানুষ নিজের জায়গাটা ততোটাই মজবুত করেছে এই পৃথিবীতে। সময়ের সাথে সাথে পাল্টেছে মানুষের লড়াই করার ধরন, পাল্টেছে প্রতিদ্বন্দ্বীও।মানুষ দল বেঁধেছে, এসেছে মধ্যযুগ, তৈরি হয়েছে রাজ্য, দেশ, এসেছে রাজা, পরিবর্তন হয়েছে মানুষের জীবনযাত্রায় কিন্তু থেকে গেছে সেই লড়াই, তবে এই লড়াই হয়েছে মানুষে-মানুষে, রাজা সাথে রাজার, দেশ সাথে দেশের। সময় চলেছে নিজের মতো সঙ্গে নিয়ে এই লড়াইকেকালক্রমে এসেছে আধুনিক যুগ সময়ের সাথে সাথে বিজ্ঞান মানুষকে পৌঁছে দিয়েছে সভ্যতার উচ্চতম শিখরে, তবে আজ এই আধুনিক যুগেও লড়াই আছে, আজকের লড়াইয়ে এসেছে আধুনিকতার ছোঁয়া, এসেছে বিবর্তন, আজ লড়াই হয় নিজেদের মধ্যেই, লড়াই হয় এক রাজনেতার সাথে আর এক রাজনেতার, এক পরিবারের সাথে অন্য পরিবারের, এক ভাইয়ের সাথে অন্য ভাইয়ের শুধু তাই নয় লড়াই আজসেই  জায়গাতে পৌঁছে গেছে যেখানে পিতা-মাতার সাথে তাদের সন্তানের লড়াই বেঁধেছে। এই লড়াই শেষ করে দিয়েছে আমাদের সমাজের বিন্যাসকে, নষ্ট করে দিয়েছে আমাদের সংস্কৃতির মেলবন্ধনকে। আজ মনে পড়ছে একটা শ্লোগানের কথা, সেই লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাইআচ্ছা লড়াই না করে কি বাঁচা যায় না ? আচ্ছা আমরাকি পারিনা একবারের জন্য হলেও সর্বস্তরের এই লড়াই কে বন্ধ করতে ? অত্যাধুনিক যুগের সভ্য সমাজের অসভ্য, অসামাজিক মানুষের কাছে আজ আমার একটা প্রশ্ন; আদিম যুগে মানুষ লড়াই করেছে প্রকৃতির সাথে, পৃথিবীতে নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য; কিন্তু বলতে পারবেন কেউ আজকের এই লড়াই তবে কিসের জন্য ?
                                                                              
                                                                            --অপরেশ সিংহ রায়





#engineers#quotes#apareshsingharoy,#suprespecial#makersofworld#createrofera#technology#quote#engineering, #truth, #knowledge, #science, #aparesh, #apareshquotes

No comments:

Post a Comment